দেশের বাজারে আসছে ইয়ামাহার নতুন দুইটি মোটরসাইকেল

প্রতি বছর ইয়ামাহা গ্রাহকদের জন্য নিয়ে আসে নতুন ধরনের সব বাইক মডেল। এবারও তার ব্যতিক্রম হয়নি।

গতকাল শনিবার (১৬ এপ্রিল) রাজধানীর তেজগাঁও এর এসিআই সেন্টারে ইয়ামাহার বহুল প্রতিক্ষিত আর১৫ ভার্সন ৪.০ ও এফজেড-এক্স মডেল দুটির প্রি-বুকিং উদ্বোধন করা হয়।

গ্রাহকরা সারাদেশে ইয়ামাহার অনুমোদিত সব শো-রুমে আর১৫ ভার্সন ৪.০ ও এফজেড-এক্স প্রি- বুকিং এর মাধ্যমে ক্রয় করতে পারবেন। প্রি-বুকিং এ রয়েছে এক্সক্লুসিভ গিফট পাওয়ার সুযোগ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিআই মটরস্ এর নির্বাহী পরিচালক জনাব সুব্রত রঞ্জন দাস ও এসিআই মটরস্ এর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, এসিআই মটরস্ বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেলের একমাত্র ডিস্ট্রিবিউটর ও টেকনিক্যাল কোলাবোরেটেড পার্টনার। স্বনামধন্য কোম্পানি এসিআই লিমিটেডের একটি সহায়ক প্রতিষ্ঠান হিসেবে ২০০৭ সালে এসিআই মটরস্ যাত্রা শুরু করে। বর্তমানে সারাদেশে ইয়ামাহার ৯০ টিরও বেশি ৩এস (সেলস্, সার্ভিস, স্পেয়ার পার্টস্) ডিলার পয়েন্ট রয়েছে।

 

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.