উমরানের ইকোনমি রেট ৯.৬১, তবুও আপত্তি নেই মুডির

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) একের পর এক ম্যাচে গতির ঝড় তুলছেন উমরান মালিক। যদিও সব ম্যাচেই খরুচে বোলিং করছেন তিনি। তার খরুচে বোলিংয়ে আপত্তি নেই টম মুডির।

প্রতিটি ম্যাচে ১৪৫ থেকে ১৫০ গতিবেগে বল করে যাচ্ছেন উমরান। আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি গতিতে (১৫৩.১ কিমি গতিবেগে) করা বলটিও করেছেন তিনি। তবে নিয়মিতই খরুচে বোলিং করছেন তিনি।

এখন পর্যন্ত খেলা পাঁচ ম্যাচে পাঁচ উইকেট নিলেও উমরানের ইকোনমি ৯.৬১। মুডির অবশ্য তাতে একদমই আপত্তি নেই।

সানরাইজার্স হায়দরাবাদের হেড কোচ মুডি বলেন, ‘দিন শেষে আপনি যখন ১৫০ কিমি গতিবেগে বোলিং করবেন, আপনি তখন আশা করতে পারবেন না জে আপনি রান দেবেন না। উইকেটের পেছনে সে অনেক রান দেয়। তবে এর মানে এই নয় যে সে ডাউন দ্যা উইকেটে বা কভার অঞ্চলে মার খাচ্ছে। তার বোলিংয়ের যে ধরন তাতে আপনি প্রত্যাশা করতেই পারেন যে ইকোনমি রেট এখানে বেশি হবে। তার ভূমিকা হচ্ছে নিজের গতি ঠিক রেখে নিজের অস্তিত্ব জানান দেয়া। সে যে রান দেবে সেটা আমরা মেনে নিয়েছি। সে যেভাবে বোলিং করে, বিনিময়ে আমরা তার কাছে কিছু উইকেট চাই।’

আইপিএলের গত আসরেই লাইমলাইটে আসেন উমরান। সেটিই ছিল তার প্রথম আইপিএল। তার গতির ঝড়ে মুগ্ধ হয়ে তাকে রিটেইন করে হায়দরাবাদ। এবারের আসরে নিয়মিতই খেলছেন উমরান।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.