আড়াই থেকে ৩ হাজার সেনা নিহত: জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, দেশটির কর্মকর্তাদের ধারণা রাশিয়ার সঙ্গে যুদ্ধে আড়াই থেকে তিন হাজার ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে৷ আহত হয়েছে প্রায় ১০ হাজার সেনা৷

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি আরও জানান, ঠিক কতজন সেনা জীবিত আছে তা বলা কঠিন৷তবে এ যুদ্ধে এখন পর্যন্ত ১৯ হাজার থেকে ২০ হাজার রুশ সেনা নিহত হয়েছে৷

পশ্চিমা বিশ্বের ধারণা, রাশিয়ার কয়েক হাজার সেনা এই যুদ্ধে প্রাণ হারিয়েছে৷ তবে গত মাসে মস্কো বলেছে, চলমান যুদ্ধে ১ হাজার ৩৫১ রুশ সেনা নিহত হয়েছে৷ চলতি সপ্তাহে প্রকাশিত বেশ কিছু ভিডিওতে সেদেশের মৃত্যু আর ধ্বংসের ভয়াবহ চিত্র উঠে এসেছে৷ এক মা তার ছেলের মৃতদেহ খুঁজে পেয়েছেন কুয়ার ভেতর৷

বার্তায় জেলেনস্কি বলেন, ‘এইসব ভিডিও আমার জন্য ভয়ানক কষ্টদায়ক৷ একজন বাবা হয়ে এটা সহ্য করার ক্ষমতা আমার নেই৷ কারণ তখন আমার মনে কেবল প্রতিশোধ এবং হত্যার কথাই মনে আসে৷ কিন্তু একজন প্রেসিডেন্ট হিসেবে আমাকে ভিন্নভাবে ভাবতে হচ্ছে৷ অনেক মানুষ প্রাণ হারাচ্ছে, তাদের স্বজন হারাচ্ছে৷ লাখো মানুষ জীবন বাঁচাতে লড়ছে৷ আমরা সবাই লড়াই করতে চাই৷ কিন্তু আমাদের সবার লক্ষ্য হবে এই যুদ্ধকে দীর্ঘায়িত না করা৷ যত দীর্ঘ সময় ধরে এই যুদ্ধ চলবে, তত বেশি মানুষ প্রাণ হারাবে৷’

এদিকে, ইউক্রেনের বন্দরনগরী মারিউপলে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে৷ ইউক্রেন বলছে, রাশিয়ার কাছে অবরুদ্ধ থাকা এ শহরকে পুনরুদ্ধারের চেষ্টা করছে তারা৷ এরইমধ্যে শহরটিতে হাজারো বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে৷ আটকা পড়েছেন হাজারো মানুষ৷সূত্র : ডিডাব্লিউ, এপি, রয়টার্স

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.