ভারতের পুঁজিবাজারে বড় দর পতন

বড় দরপতনের কবলে ভারতের পুঁজিবাজার। আজ মঙ্গলবার (১২ এপ্রিল) টানা দ্বিতীয় দিনের মতো বড় পতন হয়েছে দেশটির দুই স্টক এক্সচেঞ্জে। এই দু’দিনে বোম্বে স্টক এক্সচেঞ্জের প্রধান মূল্যসূচক সেনসেক্স ৮৭১ পয়েন্ট কমেছে।

খবর বিজনেস স্ট্যান্ডার্ডের।

আগের দিনের পতনের ধারাবাহিকতা আজও সঙ্গী ছিল ভারতের পুঁজিবাজারের। আজ বোম্বে স্টক এক্সচেঞ্জে বাজারমূলধনে সেরা ৩০ কোম্পানির মূল্যসূচক সেনসেক্স ৩৮৮ পয়েন্ট কমেছে। আগেরদিন এই সূচকটি ৪৮৩ পয়েন্ট কমেছিল।

এদিন দেশটির ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি সূচক ২৫৪ পয়েন্ট কমেছে। দু’দিনে এই সূচকটি এক শতাংশের বেশি কমেছে।

পত্রিকাটির প্রতিবেদনে জানা যায়, বিশ্বের বিভিন্ন দেশে বন্ডের কেন্দ্রীয় ব্যাংকের নীতিনির্ধারণী সুদ হার বৃদ্ধি, বন্ডে রিটার্নের হার বৃদ্ধি, চীনসহ কিছু দেশে আবার করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকাসহ নানা কারণে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। এর প্রভাবে গত দুদিনে উন্নত দেশগুলোর বাজারে দরপতন হয়েছে। একে অনুসরণ করছে ভারতের বাজারও

দেশটির অন্যতম শীর্ষ ব্রোকার এঞ্জেল ওয়ানের বাজার বিশ্লেষণে বলা হয়েছে, আরও কিছুদিন ভারতের বাজার এমন অবস্থিরতার ভেতর দিয়ে যেতে পারে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.