টুইট শেয়ার করে নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানালেন পাক প্রধানমন্ত্রী

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর মুসলিম লীগ (নওয়াজ) নেতা শাহবাজ শরিফকে টুইটারে অভিনন্দন জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই টুইটটি রিটুইট (শেয়ার) করে নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

রিটুইট করে পাক প্রধানমন্ত্রী লিখেছেন, ‘আমাকে অভিনন্দনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ। পাকিস্তান ভারতের সঙ্গে শান্তিপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক চায়। জম্মু ও কাশ্মীরসহ অমীমাংসিত বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি অপরিহার্য। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানের আত্মত্যাগ সর্বজনবিদিত। আসুন শান্তি সুরক্ষিত করি এবং আমাদের জনগণের আর্থ-সামাজিক উন্নয়নে মনোনিবেশ করি।’

এর আগে পাক প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে নরেন্দ্র মোদি টুইটে বলেন, ‘পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় মিয়া মুহাম্মদ শাহবাজকে শুভেচ্ছা। ভারতের চাওয়া হচ্ছে, এ অঞ্চল যেন শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সন্ত্রাসমুক্ত থাকে। আমরা যাতে জনগণের জীবনমান উন্নয়নে মনযোগ ধরে রাখতে পারি।’

এদিকে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর পার্লামেন্টে দেওয়া ভাষণে শাহবাজ শরীফ বলেছেন, ‘আমরা ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই। তবে কাশ্মীর সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত স্থায়ী শান্তি সম্ভব নয়। সীমান্তের দুই প্রান্তেই দারিদ্র্য আছে। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিষয়টি বোঝার জন্য বলব। জম্মু-কাশ্মীর সমস্যা সমাধানের জন্য আমি মোদিকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। এবং তার পরে আমরা একযোগে দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করব।’

গত সোমবার বিকালে পাকিস্তানের জাতীয় পরিষদ দেশের ২৩তম প্রধানমন্ত্রী হিসেবে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)-এর নেতা শাহবাজকে বেছে নেয়। ৩৪২ আসনের পাক ন্যাশনাল অ্যাসেম্বলিতে শাহবাজের পক্ষে পড়ে ১৭৪টি ভোট। তবে পিটিআই সদস্যরা ভোটাভুটিতে অংশ না নিয়ে সভা থেকে ওয়াকআউট করেন। পরে রাতেই তিনি শপথ গ্রহণ করেন। শাহবাজ শরিফকে শপথবাক্য পাঠ করানোর কথা ছিলো দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভির। কিন্তু শাহবাজের শপথ নেয়ার কয়েক ঘণ্টা আগে ‘অসুস্থ বোধ’ করার কথা জানান প্রেসিডেন্ট। সোমবার প্রেসিডেন্ট কার্যালয়ের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে বলা হয়, প্রেসিডেন্ট আরিফ আলভি অসুস্থ বোধ করার কথা জানিয়েছেন। চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করেছেন এবং কয়েকদিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।

৭০ বছরের শাহবাজ তিনবার পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন। তার ভাই নওয়াজ শরিফ দেশ ছাড়ার পরে পাকিস্তান মুসলিম লিগের প্রেসিডেন্টের আসনে বসেন তিনি। ২০১৮ সালের ১৩ আগস্ট তিনি জাতীয় পরিষদের (পার্লামেন্ট) সদস্য হন। নির্বাচিত হন বিরোধী দলনেতা।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.