দর বাড়ার শীর্ষে জেএমআই হসপিটাল

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবারও টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচরিং লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ৪ টাকা ২০ পয়সা বা ৯.৮৬ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ৪৬ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, কোম্পানিটি ৫১৭ বারে ২৫ হাজার ৬০৩টি শেয়ার লেনদেন করে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে হাইডেলবার্গ সিমেন্ট লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৬ টাকা  বা ২.১২ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ২৮৯ টাকা দরে লেনদেন হয়।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড। আজ শেয়ারটির দর ৩০ পয়সা বা ১.৬৫ শতাংশ বেড়েছে।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে-  ফার্মা এইডস,ইস্টার্ণ কেবলস, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, বিকন ফার্মা, ট্রাস্ট ব্যাংক, এইচ.আর টেক্সটাইল ও আজিজ পাইপস লিমিটেড।

অর্থসূচক/এসএ/

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.