১৫ বলে ৫৬ রানের ইনিংসে নিজেই বিস্মিত কামিন্স

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ১৫ বলে অপরাজিত ৫৬ রানের বিধ্বংসী এক ইনিংস খেলে দল জিতিয়েছেন প্যাট কামিন্স। আইপিএলের এবারের আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে এটাই প্রথম ম্যাচ ছিল কামিন্সের। মৌসুমে নিজের খেলা প্রথম ম্যাচেই ব্যাট হাতে ঝলক দেখিয়েছেন তিনি। অনবদ্য এক ইনিংসে অপ্রত্যাশিত এক জয় এনে দিয়েছেন দলকে।

ম্যাচ শেষে কামিন্স বলেন, ‘আমার মনে হয়, এই ইনিংস খেলে আমি নিজেই সবচেয়ে বেশি বিস্মিত। আমি খুশি, কেননা দল জিততে পেরেছে। আমার পছন্দের কোনও জায়গায় বল আসলেই আমি মারব, এমনটা ভেবে রেখেছিলাম। এটা নিয়ে বাড়তি কিছুই ভাবতে চাইনি। আমি খুবই সন্তুষ্ট মৌসুমে নিজের প্রথম ম্যাচে এমনটা খেলতে পেরে। বাউন্ডারি হাঁকিয়ে দ্রুত রান তুলতে চাইছিলাম। মেগা নিলামের পর গত বছর থেকে অনেক কিছুই পরিবর্তিত হয়েছে। আমাদের দলে এখন বেশ কয়েকজন তরুণ পারফর্মার আছে।’

১৬২ রানের লক্ষ্য তাড়ার ম্যাচে কামিন্স যখন উইকেটে গেলেন, কলকাতার তখন প্রয়োজন ৪১ বলে ৬১ রান। সেই ম্যাচই কলকাতা জিতে গেল ২৪ বল হাতে রেখে! শেষ পাঁচ ওভারে যখন ৩৫ রান দরকার। কামিন্স খেলা শেষ করেন এক ওভারেই!

ড্যানিয়েল শামসের একই ওভারে পুরো ৩৫ রান আদায় করেন তিনি। অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়কের এই ইনিংসে ছিল ছয়টি ছক্কা ও চারটি চারের মার। এই ইনিংস খেলার পথে মাত্র ১৪ বলে হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি, যা আইপিএলের ইতিহাসে সবচেয়ে কম বলে করা হাফ সেঞ্চুরি। যৌথভাবে কামিন্সের সঙ্গে এই রেকর্ডে নাম আছে লোকেশ রাহুলের। পাঞ্জাব কিংসের হয়ে খেলার সময় এই রেকর্ড করেছিলেন রাহুল। মুম্বাইয়ের বিপক্ষে বল হাতে দিনটি অবশ্য ভালো যায়নি কামিন্সের। চার ওভারে ৪৯ রান খরচ করে দুই উইকেট নেন তিনি।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.