ফিরতে আসছে জনপ্রিয় গেম অ্যাংরি বার্ডস

প্রায় ১০ বছর পর ফিরতে আসছে জনপ্রিয় গেম অ্যাংরি বার্ডস । অ্যান্ড্রয়েড ও আইওএস দুই ভার্সনেই গেমটি উন্মুক্ত হতে চলেছে। সম্প্রতি একটি ব্লগ পোস্টে এমনই জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান রোভিও।

অরিজিনাল অ্যাংরি বার্ডসে ছিল একাধিক স্পিন অফ গেমস। আর সেই সব গেমের নিজস্ব থিম ও গেমপ্লে স্টাইলও ছিল আলাদা আলাদা। নতুন গেমটি ইউনিটি ইঞ্জিনের উপরে ভিত্তি করে তৈরি হতে চলেছে। অরিজিনাল অ্যাংরি বার্ডসের সঙ্গে তার অনেকাংশেই মিল থাকছে।

একটি ব্লগ পোস্টে রোভিও জানিয়েছে, ‘রোভিও ক্লাসিক্স: অ্যাংরি বার্ডস গেমটি আসলে ২০১২ সালের অরিজিনাল অ্যাংরি বার্ডস গেমের সমস্ত অভিজ্ঞতা সংরক্ষণ করে নতুন ডিভাইসে গেমটিকে নিয়ে আসার চেষ্টা করছে। নতুন গেমটি খেলা যাবে অ্যান্ড্রয়েড ৬.০ ভার্সন ও আইওএস ১৩ ভার্সন বা তার উপরের কোনও ভার্সনে।

যদিও আগের অরিজিনাল অ্যাংরি বার্ডসের মতো নতুন গেমটি সম্পূর্ণ বিনামূল্যে খেলা যাবে না। গেমটি সবসময়ের জন্য খেলতে এককালীন নির্দিষ্ট পরিমাণে টাকা প্রদান করতে হবে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.