ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার লেনদেনের দ্বিতীয় দিনেও টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে পুঁজিবাজারে নতুন কোম্পানি জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচরিং লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ২ টাকা ২০ পয়সা বা ১০ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ২৪ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, কোম্পানিটি ২৩ বারে ৪২৫টি শেয়ার লেনদেন করে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আইপিডিসি ফিন্যান্স লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৪ টাকা ১০ পয়সা বা ৯.৯৩ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৪৫ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।
গেইনারের তৃতীয় স্থানে রয়েছে সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড। আজ ফান্ডটির দর ৯০ পয়সা বা ৮.৯১ শতাংশ বেড়েছে। এদিন ফান্ডটির ইউনিট সর্বশেষ ১১ টাকা দরে লেনদেন হয়।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ন্যাশনাল হাউজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট, ইসলামিক ফিন্যান্স, জিএসপি ফিন্যান্স, ইউনাইটেড ফিন্যান্স, লংকাবাংলা ফিন্যান্স ও মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেড।
অর্থসূচক/এসএ/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.