পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ণ ব্যাংকের পরিচালনা পর্ষদ অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ১২০ কোটি টাকা থেকে ২৫০ কোটি টাকা পরযন্ত মূলধন বাড়াবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ব্যাংকটি সংঘস্বারকের আর্টিকেল অব অ্যাসোসিয়েশন সংশোধন করে এবং নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন ও নিয়ম মেনে মূলধন বাড়াতে পারবে।
ইবিএল আসন্ন বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতি নিয়ে মূলধন বাড়াতে পারবে। আগামী ১৯ মে সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে ব্যাংকটির এজিএম অনুষ্ঠিত হবে।
এজিএম সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ২৫ এপ্রিল নির্ধারণ করা হয়েছে।
অর্থসূচক/এসএ/
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.