আবৃত্তিশিল্পী হাসান আরিফ আর নেই

বরেণ্য আবৃত্তিশিল্পী ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ মারা গেছেন ( ইন্নালিল্লাহি …রাজিউন)। তার বয়স হয়েছিল ৫৭ বছর।

আজ দুপুর ১টা ৫০ মিনিটে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে মারা গেছেন তিনি। দীর্ঘদিন ধরেই এই হাসপাতালে আইসিইউতে ছিলেন তিনি।

এ তথ্য নিশ্চিত করে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি নাট্যব্যক্তিত্ব নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু জানান, দীর্ঘদিন ধরে তিনি ওই হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন হাসান আরিফ। অবশেষে আজ চির বিদায় নিয়ে চলে গেলেন। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করছি।

গত ডিসেম্বরে করোনায় আক্রান্ত হয়ে লম্বা সময় চিকিৎসাধীন ছিলেন হাসান আরিফ।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাবেক সাধারণ সম্পাদক। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে দেশের গণতান্ত্রিক ও সাংস্কৃতিক আন্দোলনগুলোতে তিনি সক্রিয় ছিলেন।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.