ক্যাচ মিসের আক্ষেপ নিয়ে লাঞ্চ ব্রেকে বাংলাদেশ

ডারবানে সিরিজের প্রথম টেস্টে মাঠে নেমেছে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ। এদিন টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন মুমিনুল হক। নির্ধারিত সময়ে টস হলেও খেলা শুরু হয় প্রায় ৩০ মিনিট পর। মূলত মাঠের সাইট স্ক্রিনের সমস্যার কারণে খেলা শুরু হতে বিলম্ব হয়েছে।

ডারবানে টস হেরে ব্যাট করতে নেমে দারুণ শুরু পেয়েছে দক্ষিণ আফ্রিকা। উইকেটে হালকা ঘাস থাকলেও তা কাজে লাগাতে পারেনি বাংলাদেশি পেসাররা। উল্টো ওয়ানোডে মেজাজে ব্যাট চালাচ্ছেন দুই প্রোটিয়া ওপেনার ডিন এলগার ও সারেল এরওয়ে। দেখেশুনে খেলে হাফ সেঞ্চুরি আদায় করেছেন প্রোটিয়া অধিনায়ক ডিন এলগার। প্রায় ৮০ স্ট্রাইক রেটে খেলছেন তিনি।

অপরপ্রান্তে কিছুটা রয়ে সয়ে খেলছেন আরেক ওপেনার সারেল এরওয়ে। যদিও মধ্যাহ্নভোজের ঠিক আগমুহূর্তে তাকে ফেরানোর সুযোগ ছিল বাংলাদেশের সামনে। মেহেদী হাসান মিরাজের বল ব্যাটে লেগে উইকেটরক্ষক লিটন দাসের গ্লাভসে গেলেও তিনি তা লুফে নিতে পারেননি।

ফলে ২৫তম ওভারের চতুর্থ বলের সেই ক্যাচ মিসের আক্ষেপ নিয়েই মধ্যাহ্নভোজ বিরতিতে যায় বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত ২৫ ওভারে বিনা উইকেটে ৯৫ রান করেছে প্রোটিয়ারা। এলগার ৬০ ও এরওয়ে ৩২ রানে ব্যাটিংয়ে আছেন।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.