উৎপাদনক্ষমতা বাড়াতে নতুন বিনিয়োগে যাচ্ছে সিঙ্গার

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেড উৎপাদনক্ষমতা বাড়াবে। এ লক্ষ্যে কোম্পানিটি ৭ কোটি ১০ লাখ ইউরো (যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ৬৮০ কোটি টাকা) বিনিয়োগ করবে।
আজ বুধবার (৩০ মার্চ) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের ২৫৮তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুসারে, নতুন বিনিয়োগের জন্য প্রয়োজনীয় অর্থের একটি অংশ কোম্পানির নিজস্ব তহবিল থেকে যোগান দেওয়া হবে। বাকী অর্থ আসবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান।
স্থানীয় বাজারের চাহিদা পূরণে প্রতিযোগিতামূলক মূল্যে পণ্য বিক্রি করার লক্ষ্যে উৎপাদনক্ষমতা বাড়াচ্ছে কোম্পানিটি।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.