ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রাজস্থান রয়্যালসের বিপক্ষে পাত্তাই পেল না সানরাইজার্স হায়দরাবাদ। সাঞ্জু স্যামসন-জস বাটলারদের ব্যাটিং তান্ডবে রীতিমতো উড়ে গেছে কেন উইলিয়ামসনের দল। হায়দরাবাদকে ৬১ রানে হারিয়ে আসর শুরু করলো রাজস্থান।
২১১ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়ে হায়দরাবাদ। স্কোরবোর্ডে ৩৭ রান তুলতেই সাজঘরে ফেরেন টপ অর্ডারের ৫ ব্যাটার। বলার মতো স্কোর করতে পারেননি তাদের কেউই।
এমনকি প্রথম ছয় ব্যাটারের মধ্যে দুই অঙ্কে পোঁছাতে পেরেছেন কেবল মাত্র এইডেন মার্করাম। বাকিরা ছিলেন আসা-যাওয়ার মিছিলে। এর মধ্যেই এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করেছেন মার্করাম। তার ব্যাট থেকে এসেছে অপরাজিত ৫৭ রান। শেষদিকে ওয়াশিংটন সুন্দর ১৪ বলে ৪০ রানের ঝড়ো ইনিংস খেললেও জয়ের ধারে কাছেও যেতে পারেনি হায়দরাবাদ। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ১৪৯ রান তুলেছে হায়দরাবাদ। রাজস্থানের হয়ে ২২ রানে ৩ উইকেট শিকার করেছেন যুবেন্দ্র চাহাল। আর ট্রেন্ট বোল্ট ও প্রশিধ কৃষ্ণা নেন দুটি করে উইকেট।
এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে উড়ন্ত সূচনা পায় রাজস্থান। যদিও শূন্য রানেই ফিরতে পারতেন ওপেনার জস বাটলার। ভুবেনশ্বর কুমারের করা ইনিংসের তৃতীয় বলেই স্লিপে ক্যাচ দিয়ে নো বলের কারণে বেঁচে যান এই উইকেটরক্ষক ব্যাটার। জীবন পেয়ে তিনি করেন ২৮ বলে ৩৫ রান। এরপর পাওয়ার প্লেতে বিনা উইকেটে ৫৮ রান তুলে রাজস্থান। তিন নম্বরে ব্যাট করতে নেমে এদিন ঝড় তোলেন স্যামসন। ৩ চার আর ৫ ছক্কায় ২৭ বলে ৫৫ রান আসে রাজস্থান অধিনায়কের ব্যাট থেকে।
আর শেষ দিকে উমরান মালিক-রোমারিও শেফার্ডদের ওপর রীতিমতো তান্ডব চালান শিমরন হেটমায়ার। এই ক্যারিবিয়ান হার্ডহিটার সাজঘরে ফেরার আগে ১৩ বলে করেন ৩২ রান। আর তাতেই ৬ উইকেট হারিয়ে ২১০ রান তুলে রাজস্থান। হায়দরাবাদের হয়ে ৩৯ রানের ২ উইকেট শিকার করেছেন উমরান। দুই উইকেট নিয়েছেন থাঙ্গারাসু নাটারাজন। আর একটি করে উইকেট পেয়েছেন ভুবনেশ্বর কুমার ও রোজারিও শেফার্ড।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.