বাজার মধ্যস্থতাকারীদের সঙ্গে বিএসইসির বৈঠক বুধবার

পুঁজিবাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে বাজার মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করবে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আগামী বুধবার (৩০ মার্চ) এ বৈঠক অনুষ্ঠিত হবে।

রোববার (২৭ মার্চ) বিএসইসির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এটা নিয়মিত বৈঠক। তারা কীভাবে কাজ করছে, সেটা জানার জন্যই বিএসইসি তাদের সঙ্গে বৈঠকে বসছে। মাঝেমধ্যেই এই ধরণের বৈঠক অনুষ্ঠিত হয়।

জানা গেছে, সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ।

বৈঠক সংক্রান্ত একটি চিঠি ডিএসই ব্রোকারেজ অ্যাসোসিয়েশন (ডিবিএ), বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ), অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং ক্যাপিটাল মার্কেট স্টাবিলাইজেশন ফান্ডের প্রধান পরিচালন কর্মকর্তা বরাবর পাঠানো হয়েছে বলেও জানা গেছে।

অর্থসূচক/এমএস/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.