তিন দফা দাবি নিয়ে ৭ কলেজ শিক্ষার্থীদের নীলক্ষেতে অবরোধ

তিন দফা দাবি নিয়ে আবারও নীলক্ষেত মোড় অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের দর্শন বিভাগের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ মার্চ) বেলা ১২টার দিকে সাত কলেজের দর্শন বিভাগের ২০১৯-২০, ২০১৮-১৯ ও ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা নীলক্ষেত মোড় অবরোধ করেন।

অবরোধের কারণে এই সড়কে বন্ধ রয়েছে সব ধরনের যান চলাচল। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন ঘর থেকে বের হওয়া মানুষ।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আমরা যেকোনো মূল্যে প্রমোশন চাই। করোনার কারণে সারা দেশের বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস হয়েছে। এমনকি অনলাইনেই পরীক্ষা হয়েছে। কিন্তু সাত কলেজের অনলাইনে ক্লাস নিয়ে পরীক্ষা হয়েছে অফলাইনে। এ সময় অসংখ্য শিক্ষার্থী করোনায় আক্রান্ত হয়েছিলেন।

এমন অসুস্থ পরিবেশে শিক্ষার্থীরা পরীক্ষা দিতে গিয়ে নানান সমস্যার সম্মুখীন হয়েছিলেন। তাই মানবিক দিক বিবেচনা করে ১ম, ২য়, ৩য় বর্ষের সব বিভাগের অকৃতকার্য শিক্ষার্থীদের পরবর্তী বর্ষে প্রমোশনের দাবি জানান তারা।

এ সময় শিক্ষার্থীরা তাদের তিন দফা দাবি তুলে ধরেন। সেগুলো হচ্ছে-

১। করোনা সংক্রমণের কারণে ২০১৭-১৮, ১৮-১৯, ১৯-২০ সেশনের সব বিভাগের অকৃতকার্য শিক্ষার্থীদের প্রমোশন দিয়ে পরবর্তী বর্ষে পরীক্ষার সুযোগ দিতে হবে।

২। দর্শন বিভাগের প্রশ্নের মান বণ্টন পরিবর্তন করতে হবে।

৩। গণহারে ফেল করার কারণ ও প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং এর স্থায়ী সমাধান করতে হবে।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.