করোনায় মৃত্যু ৬১ লাখ ছাড়ালো

সারাবিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১১ লাখ ১২ হাজার ২০৮ জন। একই সময়ে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন দুই হাজার ৮১৯ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ৮ লাখ ২০ হাজার ৫৩২ জন।

সোমবার (২১ মার্চ) সকালে করোনা ভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা যায়।

করোনায় বিশ্বে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪৭ কোটি ৭ লাখ ৮৪ হাজার ৩১৩ জন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ লাখ ৪৭২ জনে। এ পর্যন্ত করোনা থেকে সেরে উঠেছেন ৪০ কোটি ৯ লাখ ১৫ হাজার ৫৩৬ জন।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এ সময়ে দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন তিন লাখ ৩৪ হাজার ৭০৮ জন। একই সময়ে দেশটিতে মারা গেছেন ৩২৭ জন।

অত্যন্ত দ্রুতগতিতে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে শুরু করে প্রাণঘাতী এই ভাইরাসটি। পরিস্থিতি সামাল দিতে ২০২০ সালের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.