পরিসংখ্যান দেখেই আগে ব্যাটিং নিয়েছিলেন তামিম

প্রথম ওয়ানডে ৩৮ রানে জিতে স্বপ্নের মতো দক্ষিণ আফ্রিকা সফর শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেই দুঃস্বপ্নের হার সঙ্গী হয়েছে টাইগারদের। টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই উইকেট হারিয়েছে তামিম ইকবালের দল। এরপর আফিফ হোসেন ধ্রুব-মেহেদী হাসান মিরাজরা দলের হাল ধরে কোনো মতে দেড়শো পাড় করেছেন। বাংলাদেশের সংগ্রহ থেমেছে ১৯৪ রানে।

এই ম্যাচ প্রোটিয়ারা জিতেছে ৭ উইকেট আর ৭৬ বল হাতে রেখে। এমন হারের পর টস জিতে আগে ব্যাটিং নেয়ায় সমালোচনার মধ্যে পড়েছেন তামিম। যদিও টাইগার অধিনায়ক জানিয়েছেন, ‘এখন অনেক মন্তব্য আসবে, টস জিতে আমরা আগে বোলিং না নিয়ে ব্যাটিং নিয়েছি। আমি টসের সময় বলেছিলাম, এখানে আমার খেলার খুব বেশি অভিজ্ঞতা নেই। আমরা পরিসংখ্যানের ওপর ভিত্তি করে অনেক সিদ্ধান্ত নিয়েছি। পরিসংখ্যান বলছে আগে ব্যাট করে এখানে অনেক ম্যাচ জিতেছে।’

যদিও এই মাঠের পরিসংখ্যান ভিন্ন কথা বলছে। সর্বশেষ ১০ বছরে জোহানেসবার্গের দ্য ওয়ান্ডারাস স্টেডিয়ামে ওয়ানডেতে আগে ব্যাট করা দল জিতেছে ৫টি ম্যাচে। আর পরে ব্যাট করা দলই জয় পেয়েছে ৭ ম্যাচে। পরিসংখ্যান যাই বলুক তামিম অবশ্য এই ম্যাচে ব্যর্থতার জন্য ব্যাটারদেরই দোষারোপ করেছেন।

বাংলাদেশ অধিনায়কের ধারণা, ‘আমরা এখানে নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি। অবশ্যই আমরা এখানে বেশ কিছু ভুল করেছি। তারা এখানে ভালো করেছে। তারা প্রথম ১০ ওভারেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। তারা দুজনেই অনেক মান সম্পন্ন বোলার। তাদেরকে ভালোভাবে খেলতে পারিনি আমরা যেটা প্রথম ম্যাচে পেরেছিলাম।’

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.