ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০১৪ আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে দুর্দান্ত ফর্মে ছিলেন মোহিত শর্মা। দারুণ বোলিংয়ে তার মাথায় উঠেছিল পার্পেল ক্যাপ। ১৬ ম্যাচে তিনি তুলে নিয়েছিলেন ২৩ উইকেট। সেই পেসারকেই এখন কোনো ফ্র্যাঞ্চাইজি নিতে চায় না। বেশ কয়েক বছর ধরে জাতীয় দলের ধারে কাছেও নেই তিনি।
এবারের আইপিএলে তিনি নেট বোলার হিসেবে যোগ দিয়েছেন গুজরাট টাইটান্সে। আইপিএলে ৮৬ ম্যাচ খেলা এই পেসার এখন নেট বোলার হিসেবেই নিজেকে প্রমাণে ব্যস্ত থাকবেন হার্দিক পান্ডিয়ার দলের হয়ে।
মোহিত নেট বোলার হিসেবে যোগ দিলেও গুজরাট অবশ্য তাকে বেশ সম্মানের সঙ্গে দলে স্বাগত জানিয়েছে। নেটে ফ্র্যাঞ্চাইজিটির মূল বোলারদের সঙ্গেই বল করতে দেখা গেছে তাকে। এরই মধ্যে মোহিতের অনুশীলনের ছবি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। অনেকেই এই পেসারকে নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন।
২০১৩ সাল থেকে ২০১৫ পর্যন্ত ক্যারিয়ারের সেরা ফর্মে ছিলেন মোহিত। এরপর ছন্দ ধরে রাখতে না পারায় নির্বাচকদের দৃষ্টির বাইরে চলে যান তিনি। ২৬ টি ওয়ানডে ম্যাচে মোহিতের সংগ্রহে রয়েছে ৩১ উইকেট। আর ৮ টি-টোয়েন্টিতে তার দখলে ৬ উইকেট। আর আইপিএলে তার ঝুলিতে রয়েছে ৯২ উইকেট।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.