আগামী ২৭ আগস্ট থেকে মাঠে গড়াচ্ছে এশিয়া কাপের এবারের আসর। শনিবার সদস্য দেশগুলোর মাঝে বার্ষিক সাধারণ সভা (এজিএম) শেষে স্বাগতিক দেশ ও তারিখ ঘোষণা করে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।
শ্রীলঙ্কার মাটিতে ২৭ আগস্ট থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপের ফাইনাল অনুষ্ঠিত হবে ১১ সেপ্টেম্বর। চলতি বছরের শেষ দিকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায় এবারের এশিয়া কাপ হবে টি-টোয়েনিট সংস্করণে। ছয় দলের এশিয়া কাপের পাঁচ দল আগে থেকেই চূড়ান্ত। সবচেয়ে বেশিবার শিরোপা জেতা ভারতের সঙ্গে রয়েছে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান এবং স্বাগতিক শ্রীলঙ্কা। বাকি একটি দল আসবে বাছাই পর্ব খেলে।
২০ আগস্ট থেকে শুরু হতে যাওয়া বাছাই পর্বে খেলবে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, সিঙ্গাপুর এবং হংকং। সর্বশেষ ২০১৮ সালে মাঠে গড়িয়েছিল এশিয়া কাপ। যেবার বাংলাদেশকে হারিয়ে শিরোপা জিতেছিল রোহিত শর্মার ভারত।
করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ২০২০ সালে মাঠে গড়ায়নি এশিয়া কাপ। এক বছর পিছিয়ে তা ২০২১ সালে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনার প্রকোপ না কমায় সেটা সম্ভব হয়ে উঠেনি। তবে ২০২২ সালের আগস্ট-সেপ্টেম্বরে হবে এশিয়া কাপ। যদিও এবছর এশিয়া কাপ আয়োজন করার কথা ছিল পাকিস্তানের। তবে নিজেদের মাঝে রদবদল করে এবারেরটি শ্রীলঙ্কাকে ছেড়ে দেয় পাকিস্তান। তবে ২০২৩ সালে নিজেদের মাটিতে এশিয়া কাপ আয়োজন করবে তারা। যা হওয়ার কথা রয়েছে ওয়ানডে সংস্করণে।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.