তিন হাফ সেঞ্চুরি আর মেহেদী হাসান মিরাজ-তাসকিন আহমেদদের দারুণ বোলিংয়ে দক্ষিণ আফ্রিকাকে তাদের মাটিতে প্রথমবারের মতো হারানোর স্বাদ পেল বাংলাদেশ। এই জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (১৯ মার্চ) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শুক্রবার (১৮ মার্চ) সেঞ্চুরিয়নে অধরা জয়ের আশাতেই মাঠে নেমেছিল বাংলাদেশ দল। আগের দলগুলো যা পারেনি, সেটাই করে দেখালো তামিমরা। এই বছর নিউজিল্যান্ডে ঐতিহাসিক টেস্ট জয়ের পর দক্ষিণ আফ্রিকায় এলো ঐতিহাসিক ওয়ানডে জয়ও।
জয়ের জন্য ৩১৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হওয়ার চেষ্টা করে দক্ষিণ আফ্রিকা। তবে জানেমান মালানকে মুশফিকুর রহিমে গ্লাভসে ক্যাচ বানিয়ে প্রোটিয়াদের ১৮ রানের উদ্বোধনী জুটি থামান শরিফুল ইসলাম। আরেক ওপেনার কাইল ভেরাইনেকে সাজঘরে পাঠিয়েছেন তাসকিন আহমেদ। ডানহাতি এই পেসারের লেংথ বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে আউট হয়েছেন ২৫ বলে ২১ রান করা ভেরাইনে। নবম ওভারের প্রথম বলে উইকেট নেয়া তাসকিন চতুর্থ বলে এইডেন মার্করামকে নিজের দ্বিতীয় শিকার বানিয়েছেন। তাসকিনের ফুলার লেংথ বলে ড্রাইভ করতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে থাকা মেহেদি হাসান মিরাজকে ক্যাচ দিয়ে শূন্য রানে আউট হয়েছেন মার্করাম।
এরপর অবশ্য দারুণ জুটি গড়ে তোলেন টেম্বা বাভুমা এবং রাসি ভ্যান ডার ডাসেন। শুরুর দিকে উইকেট হারানোর কারণে খানিকটা ধীরগতির ব্যাটিং করেন বাভুমা। তবে পাঁচে নেমে মাত্র ৫৭ বলে হাফ সেঞ্চুরি তুলে নিয়ে দলের চাপ সরান ডাসেন। দুজনের জুটি জমে যখন শতরানের দিকে যাচ্ছিলো তখন বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন শরিফুল।
ডানহাতি এই পেসারের শর্ট বল লাফিয়ে উঠলে তা বাভুমার ব্যাটকে স্পর্শ করে মুশফিকের গ্লাভসে জড়ায়। তাতে ৩১ রান করা বাভুমার বিদায়ে ভাঙে ডাসেনের সঙ্গে ৮৫ রানের জুটি। বাভুমার সঙ্গে জুটি ভাঙলেও সেঞ্চুরির পথে বেশ ভালোভাবেই এগোচ্ছিলেন ডাসেন। তবে সেঞ্চুরি থেকে মাত্র ১৪ রান দূরে থাকতে সাজঘরে ফেরেন ডানহাতি এই ব্যাটার।
তাসকিনের অফ সাইডের বল লেগ সাইডে টেনে মারতে গিয়ে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ইয়াসির আলী রাব্বির হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন ৮৬ রান করা ডাসেন। এরপর থিতু হতে পারেননি আন্দাইল ফেহলুকায়ো। মিরাজের বলে তুলে মারতে গিয়ে ক্যাচ আউট হয়েছেন বাঁহাতি এই ব্যাটার। এদিকে রাবাদা আউট হয়েছেন মিরাজের বলে তার হাতেই ক্যাচ দিয়ে।
দক্ষিণ আফ্রিকার শেষ প্রদীপ হয়ে ঠিকে থাকলেও দলকে জেতাতে পারেননি ডেভিড মিলার। বাঁহাতি এই ব্যাটারের মিরাজের বলে উইকেট থেকে বেরিয়ে এসে মারতে গিয়ে স্টাম্পিং হয়েছেন। ৭৯ রান করা মিলারের বিদায়ে ধুলিসাৎ প্রোটিয়াদের জয়ের স্বপ্ন। কেশভ মহারাজকে ফিরিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেনে মাহমুদউল্লাহ রিয়াদ।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.