ইয়াসিরকেও কৃতিত্ব দিলেন সাকিব

তিন হাফ সেঞ্চুরি আর মেহেদী হাসান মিরাজ-তাসকিন আহমেদদের দারুণ বোলিংয়ে দক্ষিণ আফ্রিকাকে তাদের মাটিতে প্রথমবারের মতো হারানোর স্বাদ পেল বাংলাদেশ। এই জয়ে সাকিবের ৬৪ বলে ৭৭ রানের দুর্দান্ত ইনিংসে ভর করেই বাংলাদেশ ৩১৪ রানের বিশাল পুঁজি পেয়েছিল। অবশ্য ম্যাচ সেরার পুরস্কার নিতে এসে সমান কৃতিত্ব দিয়েছেন সবে চতুর্থ ওয়ানডে খেলা ইয়াসির আলী রাব্বিকে। এই ডানহাতি ব্যাটার ৪৪ বলে খেলেছেন ৫০ রানের ইনিংস। সেই সঙ্গে চতুর্থ উইকেটে সাকিবের সঙ্গে আক্রমণাত্মক ব্যাটিং করে ৮৩ বলে গড়েছেন ১১৫ রানের জুটি।

এই অলরাউন্ডার বলেন, ‘৭-৮ বল খেলার পরই আমি বুঝতে পেরেছি এটা ভালো উইকেট। ধারণা করেছিলাম আমরা ৩০০ এর কাছাকাছি করতে পারবো। তামিম এবং লিটন আমাদের দারুণ শুরু এনে দিয়েছে। আমরা পুরোনো বলের ফায়দা তুলতে পেরেছি। ইয়াসির দারুণ ব্যাট করেছে। ওর আর আমার জুটিটা গুরুত্বপূর্ণ ছিল। তাকে অনেক বেশি কৃতিত্ব দিতে হবে।’

এই ম্যাচে শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা ছড়ি ঘুরিয়েছেন। তামিম ইকবাল-লিটন দাস মিলে গড়েছেন ৯৫ রানের জুটি। সাকিব-ইয়াসিরের আগে হাফ সেঞ্চুরি পেয়েছেন লিটনও। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে বলের শাইন কমছিল এবং প্রথম ১০ ওভারের মতো কাজ করছিল না। আমরা সেই সময় কিছু ক্যালকুলেটেড রিস্ক নিয়েছি এবং এটাই কাজে দিয়েছে আজ। বোলারদের ওপর চড়াও হতেই হতো। নাহলে আমাদের ইনিংস শেষ হতো ২৬০-২৭০ রানে। আমরা জানতাম রাবাদা শেষের দিকে বল করবে। তাই তাকে আগে আনতে চেয়েছিলাম।’

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.