৩ দিন আমদানি-রপ্তানি বন্ধ বাংলাবান্ধা স্থলবন্দরে

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন ও শবে বরাত উপলক্ষে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত ৩ দিনের জন্য পঞ্চগড়ের চতুর্দশীয় স্থলবন্দর বাংলাবান্ধা দিয়ে (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

এ তথ্য নিশ্চিত করে বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেডের ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, আগামী রোববার থেকে আবারও আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।

তবে এই সময় বাংলাবান্ধা স্থলবন্দরের সরকারি কার্যক্রম ও বৈধ ভিসা সংবলিত পাসপোর্টধারী যাত্রীরা স্বাভাবিক নিয়মে পারাপার হতে পারবেন বলেও জানান স্থলবন্দর কর্তৃপক্ষ।

বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই-খুদা মিলন জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস এবং পবিত্র শবে বরাত উপলক্ষে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে আমদানি-রপ্তানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট, কাস্টমস কর্তৃপক্ষ ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা সাপেক্ষে এই ৩ দিন স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.