ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে প্রায় ১০ কিলোমিটারজুড়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুর থেকে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর থেকে গোমতী সেতুর টোলপ্লাজা পর্যন্ত এই যানজট লেগে রয়েছে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন, সাপ্তাহিক ছুটি ও পবিত্র শবে বরাত উপলক্ষে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত টানা ছুটিতে বন্ধ অফিস-আদালত। যে কারণে রাজধানী ছাড়ছে মানুষ। এতে যানবাহনের চাপে যানজট সৃষ্টি হয়েছে বলে দাবি করেছে হাইওয়ে পুলিশ এবং সড়ক ও জনপদ বিভাগ। যানজটে আটকে আছে যাত্রীবাহী বাসসহ মালবাহী লরি ও ট্রাক।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি জহুরুল হক বলেন, ‘ঢাকা থেকে চট্টগ্রামমুখী সড়কে যানবাহনের চাপ একটু বেশি। একইসঙ্গে সড়ক সংস্কারের কাজের কারণে যানবাহনের ধীরগতিতে যানজট তৈরি হচ্ছে। যানজট নিরসন করে সড়ক স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যরা কাজ করছেন।’

এদিকে, সড়ক ও জনপদ বিভাগের কুমিল্লার নির্বাহী প্রকৌশলী রেজা-ই-রাব্বি বলেন, ‘আমাদের কারণে কোনও যানজট লাগেনি। আমরা ইলিয়টগঞ্জ এলাকায় সংস্কার কাজ করছি। আর যানজট লেগেছে গৌরীপুর থেকে টোলপ্লাজার দিকে। আমরা কাজ করছি কুমিল্লা থেকে ঢাকামুখী লেনে, যানজট লেগেছে ঢাকা থেকে কুমিল্লামুখী লেনে।’

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.