‘শেয়ারবাজারে স্থিতিশীলতায় ভূমিকা রাখবে স্ট্যাবিলাইজেশন ফান্ড’

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ড. শেখ সামসুদ্দিন আহমেদ বলেন, আমরা দেখেছি, অনেক বিনিয়োগকারী তাদের প্রাপ্য পাননি। যে কারণে তাদের পাওনা ফিরিয়ে দিতে ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ) গঠন করেছিলাম। অবণ্টিত লভ্যাংশ বিনিয়োগকারীদের ফিরিয়ে দিতে শুরু করেছি। এই টাকা ফিরিয়ে দেয়ার মাধ্যমে যে আস্থা তৈরি হবে, তাতে ভবিষ্যতে শেয়ারবাজারে স্থিতিশীলতায় ভূমিকা রাখবে স্ট্যাবিলাইজেশন ফান্ড।’

ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডের (সিএমএসএফ) এর আয়োজনে  মঙ্গলবার (১৫ মার্চ) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে জন্মবার্ষিকী উদযাপন ও শেয়ারহোল্ডারদের দাবি মিমাংসা’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। সিএমএসএফের চেয়ারম্যান মো. নজিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিএপিএলসির সদ্য বিদায়ী সভাপতি আজম জে চৌধুরী। অনুষ্ঠানে সিএমএসএফের সিইও মনোয়ার হোসেন ছাড়াও ট্রেকহোল্ডাররা উপস্থিত ছিলেন।

সামসুদ্দিন আহমেদ বলেন, ‘সব সময় আমাদের পথ চলায় সমস্যা থাকে। আমরা কোভিড পেয়েছি এবং সম্প্রতি যুদ্ধের দামামার মধ্যে কিছু সমস্যায় পড়েছি। কিন্তু আমি বিশ্বাস করি, সব সমস্যা সমাধানের মাধ্যমে সামনে এগিয়ে যাবো। সেক্ষেত্রে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের দায়িত্ব আছে। যা পালনে চেয়ারম্যানের নেতৃত্বে আমরা কাজ করছি।’

তিনি বলেন, নজিবুর রহমানের নেতৃত্বাধীন সিএমএসএফ পর্ষদ চমৎকার কাজ করছে। কয়েক মাসের মধ্যে তারা একটা সিস্টেম তৈরি করেছে এবং নিয়মিত কাজ করেছে। তারা অনেক আগ্রহের সঙ্গে কাজটি নিয়েছেন ও সম্পাদন করেছেন। স্ট্যাবিলাইজেশন ফান্ড থেকে তারা বিনিয়োগকারীদের প্রাপ্য ফিরিয়ে দেওয়ায় তাদের প্রতি কৃতজ্ঞতা।

তিনি আরও বলেন, সিএমএসএফকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা সঠিকভাবে পালনের মাধ্যমে ফান্ড বিতরণ করবে। তারা ফান্ডকে এমন পর্যায়ে ব্যবহার করবে, যাতে করে সেটি সবার প্রতি আস্থা অর্জন করতে পারে। এই কার্যক্রমের মাধ্যমে অর্থাৎ বিনিয়োগকারীদের অবণ্টিত লভ্যাংশের টাকা ফিরিয়ে দেয়ার মাধ্যমে তারা যে আস্থা তৈরি করবে, এই আস্থার মাধ্যমে তারা ভবিষ্যতে শেয়ারবাজারে স্থিতিশীলতায় ভূমিকা রাখতে পারবে বলে আশা করেন তিনি।

বিএসইসি কমিশনার বলেন, ‘স্ট্যাবিলাইজেশন ফান্ড গঠন নিয়ে আমাদের যে উদ্দেশ্য ছিল, সেটা সঠিক এবং বাস্তবসম্মত ছিল। যা গত সপ্তাহে শেয়ারবাজারে সাপোর্ট ও বিনিয়োগকারীদের প্রাপ্য ফিরিয়ে দেওয়ার মাধ্যমে প্রমাণিত হয়েছে।’

অর্থসূচক/আরএমএস/এমএস

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.