দক্ষিণ আফ্রিকার মাটিতে বিবর্ণ বাংলাদেশের পারফরম্যান্স। প্রোটিয়াদের মাটিতে ১৪ ওয়ানডে ও ৬ টেস্টের সবকটিতেই হেরেছে টাইগাররা। টি-টোয়েন্টিতে অবশ্য জয় আছ একটি। যদিও সেটা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নয়। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল বাংলাদেশ। এরপরের সাত টি-টোয়েন্টির সবকটিতেই হার সফরকারীদের। প্রোটিয়াদের মাটিতে বাংলাদেশের এমন বিবর্ণ পারফরম্যান্স ভালো করেই জানা সাকিব আল হাসানের।
দক্ষিণ আফ্রিকার বিমান ধরার আগে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাকিব বলেন, ‘প্রত্যাশা তো থাকবে যেন আমরা জিততে পারি। সিরিজ জিততে পারলে খুবই ভালো। তবে একটা ম্যাচও যদি জিততে পারি, আমার মনে হয় খুব ভালো একটা অর্জন হবে। পুরো দলেরই একই রকম লক্ষ্য থাকবে। কতটা সাফল্য আছে (আগে), সেটা গুরুত্বপূর্ণ নয়। আমরা কতটুকু করতে পারব, সেটা গুরুত্বপূর্ণ। দলীয় বা ব্যক্তিগতভাবে ওখানে আমরা খুব বেশি কিছু কেউই করতে পারিনি আশানুরূপভাবে। এটা পরিবর্তন করার সুযোগ আমাদের আছে। সেটাই আমরা চেষ্টা করব।’
ঘরের মাঠে সর্বশেষ ওয়ানডে সিরিজে প্রত্যাশিত পারফর্ম করতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা। গত কয়েক বছরে বাংলাদেশের সবচেয়ে চিন্তার জায়গা ফিল্ডিং। ক্যাচ মিসের মহড়ায় ম্যাচও হাতছাড়া করতে হয়েছে টাইগারদের। দক্ষিণ আফ্রিকায় ভালো করতে হলে ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং- তিন বিভাগেই ভালো করতে হবে বলে জানিয়েছেন সাকিব।
এ প্রসঙ্গে অভিজ্ঞ এই অলরাউন্ডার বলেন, ‘ওখানে শেষ সিরিজ যেটা হয়েছে ভারতের সঙ্গে, দক্ষিণ আফ্রিকা খুবই ভালো খেলেছে। ওরা তিনটি ম্যাচই জিতেছে। আমাদের জন্য নিশ্চয়ই চ্যালেঞ্জ আছে। আমাদের বোলিং বিভাগে খুব ভালো করতে হবে। আমরা দেশের মাঠে ভালো বোলিং করি, কিন্ত বাইরের সিরিজে সবসময় বোলিং বিভাগে ভুগতে হয়। সেই জায়গায় উন্নতির জায়গা আছে আমি মনে করি। পাশাপাশি আমাদের ব্যাটিং ভালো করতে হবে। বড় মাঠে আমাদের ফিল্ডিংটাও এক্সপোজ হয় অনেক সময়। তিন বিভাগেই অনেক ভালো করতে হবে ওদের সঙ্গে ভালো করতে হলে।’
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.