অবসরের সিদ্ধান্ত বাবরের ওপর ছাড়লেন মালিক

বয়স ৪০, তবুও দারুণ ফিট শোয়েব মালিক। দারুণ ব্যাটিংয়ে সুভাস ছড়াচ্ছেন প্রতিনিয়ত। পাকিস্তানের অভিজ্ঞ এই ব্যাটার খেলতে চান ভারতে অনুষ্ঠেয় ২০২৩ বিশ্বকাপেও। যদিও বাবর আজম যদি তাকে খেলাতে না চান, তাহলে সসম্মানে সরে দাঁড়াতে চান মালিক।

বাবরের সঙ্গে নিয়মিতই যোগাযোগ রাখছেন মালিক। পাকিস্তানের অধিনায়কের পরামর্শ মেনেই নিজের অন্তিমলগ্নের ক্যারিয়ার গুছিয়ে নিতে চান তিনি। বাবর চাইলে সীমিত ওভারের ক্রিকেটে খেলতে চান আরও দুই বছর।

মালিক বলেন, ‘বাবরের সঙ্গে আমার খোলামেলা যোগাযোগ হয়। বিশ্বকাপ নিয়ে আমি এখনও ভাবছি না। কেননা আমি সম্মানের সঙ্গে অবসর নিতে চাই। বাবর যদি আমাকে খেলতে বলে তাহলে খেলব। তা না হলে সম্মানের সঙ্গে আমি সরে দাঁড়াব।’

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বাংলাদেশে খেলতে এসেছিল পাকিস্তান। সেই সিরিজ নিয়ে মালিক বলেন, বাবরকে আমি বলেছি, যেকোনো সিরিজের ব্যাপারে আমার সঙ্গে যোগাযোগ করতে। সব ক্রিকেটারের জন্যই স্বচ্ছতা গুরুত্বপূর্ণ। সে আমাকে বাংলাদেশের বিপক্ষে খেলতে বলেছিল, আমি খেলেছি। এরপর ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে সে বলেছিল দুজন তরুণকে বাজিয়ে দেখতে চায়। তখন আমাকে বিশ্রামে রাখা হয়েছিল। এই বয়সেও সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটে পারফরম্যান্সের প্রতিশ্রুতি দিয়েছেন মালিক। তবে কোনো অবস্থাতেই দলের বোঝা হতে চান না তিনি।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.