দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ে বৈঠকে মন্ত্রীরা

দেশের দ্রব্যমূল্য পরিস্থিতি ও বাজার পর্যালোচনা করতে বৈঠকে বসেছেন সরকারের চার মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে করণীয় সম্পর্কে আলোচনা হবে বৈঠকে।

রোববার (১৩ মার্চ) বিকেল ৪টার দিকে সরকারের শীর্ষ পর্যায়ের জরুরি এ বৈঠক শুরু হয়। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে সভা করছে তাঁরা।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে বৈঠকে যোগ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ও পুলিশপ্রধান বেনজির আহমেদসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা।।

এছাড়া বৈঠকে উপস্থিত রয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা।

মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন, দ্রব্যমূল্যের বাজার পর্যালোচনাসহ ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.