নানা আয়োজনের মধ্য দিয়ে রাজধানীতে বিশ্ব কিডনি দিবস পালন করেছে নিপ্রো-জেএমআই ডায়ালাইসিস সেন্টার লিমিটেড।এ উপলক্ষ্যে গত বৃহস্পতিবার (১০ মার্চ) প্রতিষ্ঠানটির সামনের সড়কে জনসচেতনতা মূলক শোভাযাত্রা আয়োজন করা হয়।পরে পান্থপথের সিটি টাওয়ারের চতুর্থ তলায় প্রতিষ্ঠানটির কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিপ্রো-জেএমআই ডায়ালাইসিস সেন্টার লিমিটেডের কনসালট্যান্ট ও ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের কিডনি বিভাগের প্রধান অধ্যাপক ডা. নজরুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন নিপ্রো-জেএমআই ডায়ালাইসিস সেন্টার লিমিটেডের পরিচালক (রেগুলেটরি অ্যাফেয়ার্স) ও ধানমন্ডি জেনারেল এন্ড কিডনী হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. ইউসুফ হোসেন নূর।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নিপ্রো-জেএমআই ডায়ালাইসিস সেন্টার লিমিটেডের উপ-ব্যবস্থাপক (পরিচালন) মো. পাপুল মিয়া এবং জেএমআই গ্রুপের উপ-ব্যবস্থাপক (প্রশাসন) মো.রাজীব হাসান জনি।
উল্লেখ্য, বাংলাদেশের ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম খাতের প্রতিষ্ঠান জেএমআই গ্রুপ এবং জাপানের বহুজাতিক শিল্প প্রতিষ্ঠান নিপ্রো কর্পোরেশনের যৌথ অংশীদারের একটি প্রতিষ্ঠান নিপ্রো-জেএমআই ডায়ালাইসিস সেন্টার লিমিটেড।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.