ইউক্রেনের শরণার্থী ২৫ লাখ ছাড়িয়েছে

রাশিয়া ইউক্রেনের সংঘাতের ফলে ইউক্রেন থেকে ইউরোপের বিভিন্ন দেশে যাওয়া শরনার্থীর সংখ্যা ২৫ লাখ ছাড়িয়েছে বলে বলছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক কমিশনের প্রধান ফিলিপ্পো গ্রান্ডি।

ইউক্রেনের ভেতরে আরো বিশ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে মন্তব্য করেছেন তিনি। খবর- বিবিসির

গত ২৪ ফেব্রুয়ারি স্থানীয় সময় ভোরে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। সেখানে একের পর এক স্থাপনা হামলা চালিয়ে ধ্বংস করা হচ্ছে। বহু মানুষ হতাহত হচ্ছে।

এর আগে দেশটি ছেড়ে অন্তত ২০ লাখ মানুষ পাশের দেশগুলোতে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছিল জাতিসংঘ।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.