ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার ব্লক মার্কেটে মোট ৩০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১ কোটি ২৪ লাখ ২১ হাজার ৭৪০টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৬০ কোটি ৮৩ লাখ টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে বিডিকম লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ২৫ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
জেনেক্স ইনফোসিস ১১ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
সোনালী পেপার ১০ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার বিক্রি করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আমরা নেটওয়ার্কস, একমি ল্যাবরেটরিজ, একমি পেস্টিসাইডস, অগ্নি সিমেস্টমস, আল-হাজ্ব টেক্সটাইল, এএমসিএল প্রাণ,ঢাকা ব্যাংক, ড্রাগন সোয়েটার, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ফরচুন সুজ, জিবিবি পাওয়ার, আইএফআইসি ব্যাংক, কেয়া কসমেটিকস, ম্যাকসন্স স্পিনিং, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ওরিয়ন ফার্মা, প্রাইম ইন্স্যুরেন্স, প্রভাতি ইন্স্যুরেন্স, কুইন সাউথ টেক্সটাইল, আরএকে সিরামিকস, আরডি ফুড, স্যালভো কেমিক্যাল, শমরিতা হসপিটাল, শাশা ডেনিমস, ইউনিয়ন ব্যাংক ও ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড।
অর্থসূচক/এসএ/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.