ইউক্রেনের অবরুদ্ধ মারিউপোল শহরে একটি শিশু হাসপাতাল রুশ বোমা হামলায় ধ্বংস হয়ে গেছে বলে শহরটির পৌর কর্তৃপক্ষ এক ফেসবুক পোস্টে দাবি করেছে। খবর- বিবিসির
বুধবার বিকেলে দেয়া ওই বিবৃতিতে কাউন্সিলের কর্মকর্তারা অভিযোগ করে বলেন, রুশ দখলদার বাহিনী শিশু হাসপাতালের ওপর কয়েকটি বোমা ফেলেছে। এতে শিশু ও প্রসূতি বিভাগসহ হাসপাতালটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে।
কর্মকর্তারা বলেন, হতাহতের সঠিক সংখ্যা তারা এখনো জানেন না। আহতদের নিকটবর্তী হাসপাতালে নেয়া হচ্ছে।
বিবিসি এ অভিযোগের সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করতে পারেনি।
এদিকে যুদ্ধে বিপর্যস্ত ইউক্রেনের রাজধানী কিয়েভের কিছু অংশ, খারকিভ. চেরনিহিভ, সুমি ও মারিউপোলে বেসামরিক মানুষদের পালানোর সুযোগ দিতে ১২ ঘন্টার জন্য যুদ্ধবিরতি। বাড়িঘর ছেড়ে যাওয়া মানুষদের প্রথম দলগুলো ইতোমধ্যেই বাসে করে নিরাপদ জায়গার উদ্দেশ্যে রওনা হয়েছে।
ইউক্রেনে রাজধানী কিয়েভের উত্তর ও উত্তর-পশ্চিম দিকে রুশ বাহিনীর অব্যাহত আক্রমণের মুখে সেখানে প্রচণ্ড লড়াই চলছে।
রাশিয়া ইউক্রেনে অভিযান শুরু করার পর সেদেশ থেকে প্রায় ১৩ লক্ষ ৩০ হাজার লোক পালিয়ে পোল্যান্ডে আশ্রয় নিয়েছে – বলছে পোলিশ সীমান্ত রক্ষী কর্তৃপক্ষ।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.