আটকের ৩৭ দিন পর ৬ জেলেকে ফেরত দিল মিয়ানমার

মিয়ানমারে আটক ৬ বাংলাদেশি জেলে দেশে ফিরেছেন। আটকের ৩৭ দিন পর আজ বুধবার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে তাদের হস্তান্তর করে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)।

টেকনাফের বিজিবি ব্যাটালিয়ন-২ এর অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন। ৬ বাংলাদেশি জেলে হলেন-টেকনাফের নোয়াখালীপাড়ার আব্দুর রহমান, কেফায়েত উল্লাহ, হামিদ উল্লাহ, মিঠাপানির ছড়ার মুহাম্মদ তৈয়ুব, আব্দুর রশিদ ও মোহাম্মদ মামুন।

বিজিবি কর্মকর্তা খালিদ মোহাম্মদ ইফতেখার বলেন, ‘গত ১ ফেব্রুয়ারি বাংলাদেশি ৬ জন জেলে ইঞ্জিনচালিত নৌকায় সমুদ্রে মাছ ধরতে যান। নৌকার ইঞ্জিন নষ্ট হয়ে যাওয়ায় তারা মিয়ানমারের সমুদ্র সীমানায় চলে যায়। পরে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি) তাদের আটক করে।’

ওই জেলেদের পরিবারের পক্ষ থেকে জানানোর পর বিজিবি তাদের দেশে ফিরিয়ে আনতে কাজ শুরু করে। বিজিপির সঙ্গে বিষয়টি নিয়ে চিঠি চালাচালির এক পর্যায়ে বিজিপি বাংলাদেশি ৬ জেলেকে ফেরত দিতে সম্মতি জানায়। এরই ধারাবাহিকতায় আজ বেলা ১টায় নাফ নদীর পয়েন্ট দিয়ে বিজিপি ৬ ছেলেকে বিজিবির কাছে হস্তান্তর করে।

অর্থসূচক/এএইচআর

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.