ইউক্রেনে কোন যুদ্ধবিমান পাঠাবে না বলে জানিয়েছে জার্মানি। এর আগে পোল্যান্ড প্রস্তাব দিয়েছিল যে তারা জার্মানির একটি মার্কিন ঘাঁটির মাধ্যমে তাদের হাতে থাকা রুশ-নির্মিত মিগ-২৯ জেটগুলোকে ইউক্রেনে পাঠাতে পারে। কিন্তু যুক্তরাষ্ট্র ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে।
জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎজ বলছেন, তার দেশ ইউক্রেনকে বিভিন্ন রকম প্রতিরক্ষা সরঞ্জাম পাঠিয়েছে তবে যুদ্ধবিমান তার অংশ নয়।
যুক্তরাজ্যে প্রধানমন্ত্রীর দফতরের একজন মুখপাত্রও বলেছেন যে নেটোর জেটবিমান বা পাইলটরা রাশিয়ার বিমান গুলি করে নামাবে – এটা সম্ভব নয়।
রাশিয়া ইউক্রেনে অভিযান শুরু করার পর সেদেশ থেকে প্রায় ১৩ লাখ ৩০ হাজার লোক পালিয়ে পোল্যান্ডে আশ্রয় নিয়েছে – বলছে পোলিশ সীমান্ত রক্ষী কর্তৃপক্ষ।
এদিকে তুরস্কের আনতালিয়া শহরে আগামীকাল বৃহস্পতিবার ইউক্রেন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসতে রাজি হয়েছেন।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.