বুধবার থেকে নতুন সার্কিট ব্রেকারে লেনদেন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর শেয়ার দর কমার সীমা বা সার্কিট ব্রেকার নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আগামীকাল ৯ মার্চ (বুধবার) থেকে সর্বনিম্ন ২ শতংশ দর কমার সীমা কারযকর হবে।

আজ মঙ্গলবার বিএসইসির কমিশনার শেখ শামসুদ্দিন সংবাদ সম্মেলনে এ কথা জানান।

তবে শেয়ার দর বাড়ার সীমা অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কমিশন।

এ সময় শেখ শামসুদ্দিন বলেন, আগামীকাল থে‌কে সা‌র্কিট ব্রেকা‌রের নতুন নিয়ম অনুযায়ী শেয়ার দর স‌র্বোচ্চ বাড়‌তে পার‌বে ১০ শতাংশ। আর শেয়ার দর স‌র্বোচ্চ কম‌তে পার‌বে ২ শতাংশ পর্যন্ত।
তি‌নি ব‌লেন, স্ট‌্যাবলাই‌জেশন ফান্ড থে‌কে ১০০ কো‌টি টাকা বি‌নি‌য়ো‌গের জন‌্য আই‌সি‌বি‌কে নি‌র্দেশ দেওয়া হ‌য়ে‌ছে। আই‌সি‌বি ই‌তোমধ্যে এটা নি‌য়ে কাজ শুরু ক‌রে‌ছে।
তিনি জানান, বাণিজ্যিক ব‌্যাংকগু‌লোর যে ২০০ কো‌টি টাকা ক‌রে পুঁজিবাজারে বি‌নি‌য়ো‌গের কথা র‌য়ে‌ছে, বর্তমানে তা‌ বি‌নি‌য়ো‌গের জন‌্য বাংলা‌দেশ ব‌্যাংক ব‌্যাংকগু‌লো‌কে উৎসাহ দি‌চ্ছেছে। সেজন‌্য তিনি বিএসইসির পক্ষ থেকে বাংলাদেশ ব‌্যাংককে ধন‌্যবাদ জানান। যে সকল ব‌্যাংক এখনও ফান্ড গঠন ক‌রে‌নি। তা‌দের‌কে ফান্ড গঠন করার জন‌্যও বাংলাদেশ ব‌্যাংক নি‌র্দেশনা দি‌য়ে‌ছে।

অর্থসূচক/এসএ/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.