‘নো-ফ্লাই জোন’ আসলে কী?

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদামির জেলেনস্কি বারবার ইউক্রেনের আকাশে নো-ফ্লাই জোন জারি করার জন্য অনুরোধ জানিয়ে আসছেন। যদিও তা বারবার প্রত্যাখান করেছে নেটো।

কোন যুদ্ধ চলার সময় যখন কোন নির্দিষ্ট আকাশ সীমায় নো-ফ্লাই জোন ঘোষণা করা হয়, তার মানে হলো সেখানে সব ধরনের বিমান চলাচল নিষিদ্ধ করা হয়। এর ফলে কোন বিমান হামলা চালাতে বা নজরদারি করতে পারে না।

কিন্তু এ ধরনের এলাকা ঘোষণা করা হলে সেটি সামরিকভাবেই কার্যকর করা হয়ে থাকে। ইউক্রেনের আকাশসীমায় যদি নেটো ‘নো-ফ্লাই জোন’ ঘোষণা করে, তার মানে হলো, সেখানকার আকাশে রাশিয়ার কোন বিমান দেখা গেলে গুলি করে ভূপাতিত করতে হবে। এরপর ফলে রাশিয়ার সৈন্যদের সঙ্গে পশ্চিমা দেশগুলোর যুদ্ধ শুরু হয়ে যাবে।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.