আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সতর্ক করে দিয়েছে যে, ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বের অর্থনীতিতে চরম প্রভাব পড়তে যাচ্ছে। খবর- বিবিসির
সংস্থাটি একটি বিবৃতিতে বলেছে, ‘পরিস্থিতি খুবই পরিবর্তনশীল রয়েছে এবং শেষপর্যন্ত ফলাফল কী হবে, তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে, কিন্তু অর্থনীতির ওপর এর যে প্রভাব পড়তে যাচ্ছে, তা হবে খুবই মারাত্মক। যুদ্ধ যত বাড়বে, অর্থনীতির ক্ষতি ততো ভয়াবহ হবে।
বর্তমান মূল্যস্ফীতির পাশাপাশি জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে চলেছে। রাশিয়ার বিরুদ্ধে যেসব অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, সেগুলোর বড় ধরনের পরিণতি রয়েছে। বিশেষ করে ইউক্রেন ও রাশিয়ার সঙ্গে যেসব দেশের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, সেসব দেশে বেশি প্রভাব পড়বে।
ইউক্রেন যে একশো ৪০ কোটি ডলার সহায়তার জন্য অনুরোধ করেছে, সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে আইএমএফ সামনের সপ্তাহে আবার জরুরি বৈঠকে বসবে।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.