দক্ষিন ইউক্রেনের শহর খেরসন শহরের কেন্দ্রস্থল ঘিরে ফেলেছে রাশিয়ার সৈন্যরা। সে অঞ্চল থেকে পাওয়া খবরে জানা যাচ্ছে, রাশিয়ার সৈন্যরা শহরটিতে স্থল হামলা শুরু করেছে। এ শহরটি রাশিয়া-নিয়ন্ত্রিত ক্রাইমিয়ার কাছাকাছি। খবর- বিবিসির
ফেসবুক পোস্টের খেরসন শহরের মেয়র ইগর কয়খায়েভ লিখেছেন, খেরসন শহরের প্রবেশমুখে রাশিয়ার সৈন্যরা চেকপোস্ট বসিয়েছে। খেরসন উইক্রেনের ছিল এবং থাকবে।
ইউক্রেনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইউক্রেন টোয়েন্টিফোরকে খেরসন-ভিত্তিক সাংবাদিক এলিনা পানিনা জানিয়েছেন, রাশিয়ার সৈন্যরা শহরটি ঘিরে ফেলেছে। সবদিকে রাশিয়ার সৈন্য এবং সামরিক সরঞ্জাম দেখা যাচ্ছে।
স্থানীয় সাংবাদিক জানিয়েছেন, শহরে এখনো বিদ্যুৎ ও পানি সরবরাহ রয়েছে। তবে তিন লাখ অধিবাসীর জন্য শহরের ভেতরে খাদ্য সামগ্রী নিয়ে আসা বেশ কঠিন হয়ে গেছে। কারণ, শহরের বাইরে বিভিন্ন গুদামে খাদ্য মজুদ করা হয়েছে।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.