উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের মধ্যেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। রোববার (২৭ ফেব্রুয়ারি) কোরীয় উপদ্বীপের পূর্ব উপকূল থেকে একটি শক্তিশালী ক্ষেপণাস্ত্র ছুড়ে। বিষয়টি জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ।

উত্তর কোরিয়ার স্থানীয় সময় সকাল ৭টা ৫২ মিনিটে সুনান এলাকা থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর দাবি করেন দ. কোরিয়ার জয়েন্ট চিফ। খবর- সিএনএন

এদিকে জাপানের প্রতিরক্ষামন্ত্রী নবুও কিশি বলেছেন, ‘উত্তর কোরিয়া অত্যন্ত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ পরীক্ষা করেছে। এটি তিনশ কিলোমিটার পর্যন্ত দূরত্ব এবং সর্বোচ্চ ছয়শ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় পৌঁছায়।

গত ৩০ জানুয়ারির পর এটিই প্রথম ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে ধারণা করা হচ্ছে। সেই সময় ‘হোয়াসং-১২’ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর দাবি করে দেশটি। গত মাসে রেকর্ড সাতবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় উত্তর কোরিয়া।

 

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.