দক্ষিণ আফ্রিকাকে এগিয়ে রাখলেন রাবাদা-জানসেনরা

ক্রাইস্টচার্চ টেস্টের দ্বিতীয় দিনেও দাপট দেখিয়েছে দক্ষিণ আফ্রিকা। এদিন স্কোরবোর্ডে ৩৬৪ রান তুলেছে প্রোটিয়ারা। এরপর দারুণ বোলিংয়ে নিউজিল্যান্ডের ব্যাটারদের নাকানিচুবানি খাইয়েছেন কাগিসো রাবাদা, মার্কো জানসেনরা। দিন শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ পাঁচ উইকেটে ১৫৭ রান। কিউইরা পিছিয়ে আছে ২০৭ রানে।

সেঞ্চুরি করে আগের দিনই প্রোটিয়াদের এগিয়ে রাখেন সারেল এরওয়ে। দ্বিতীয় দিনে ব্যাটাররা অবশ্য তেমন কিছু করেননি। আগের দিনের দুই অপরাজিত ব্যাটার র‍্যাসি ভ্যান ডার ডাসেন ও টেম্বা বাভুমা ফিরে যান যথাক্রমে ৩৫ ও ২৯ রান করে।

এরপর চটজলদি ফিরে যান কাইল ভেরিনি (৪) ও উইয়ান মাল্ডার (১৪)। নিয়মিত বিরতিতে উইকেট হারানো প্রোটিয়াদের হয়ে শেষদিকে হাল ধরেন জানসেন ও কেশভ মহারাজ। দুজনে মিলে নবম উইকেট জুটিতে যোগ করেন ৬২ রান। মহারাজ ৫০ বলে ৩৬ রান করে বিদায় নিলেও ৫১ বলে ৩৭ রান করে শেষপর্যন্ত অপরাজিত ছিলেন জানসেন। নিউজিল্যান্ডের হয়ে চার উইকেট নেন নেইল ওয়াগনার। তিনটি উইকেট নেন ম্যাট হেনরি।

ব্যাটিংয়ে নেমে মাত্র ৯ রানের মধ্যে দুই ওপেনার টম লাথাম (০) ও উইল ইয়ংয়ের (৩) উইকেট হারায় প্রোটিয়া। দুজনের ক্যাচই লুফে নেন উইকেটরক্ষক ভেরিনি, বোলার ছিলেন রাবাদা। এরপর ব্যক্তিগত ১৬ রানে জানসেনের বলে বিদায় নেন ডেভন কনওয়ে। জানসেনের বলে বিদায় নেয়া হেনরি নিকলস করেন ৩৯ রান। ড্যারিল মিচেল ২৯ ও কলিন ডি গ্র্যান্ডহোম ৫৪ রান নিয়ে তৃতীয় দিন শুরু করবেন। রাবাদা নিয়েছেন তিন উইকেট। বাকি দুটি উইকেট শিকার করছেন জানসেন।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.