গ্রাহকদের সেবার মান আরও বাড়াতে বিশ্ব মানের নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (ওএমএস) চালু করতে যাচ্ছে দেশের অন্যতম শীর্ষ ব্রোকারেজ প্রতিষ্ঠান শাকিল রিজভী স্টক লিমিটেড ও ইউনাইটেড ফিনান্সিয়াল ট্রেডিং কোম্পানি লিমিটেড (ইউএফটিসিএল)।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠান দুটিকে ডিএসইর ফিক্স সার্টিফিকেশন প্রদান করা হয়েছে। ডিএসইর চেয়ারম্যান মো. ইউনুসুর রহমানের সভাপতিত্বে ডিএসইর নিকুঞ্জ ভবনে টেনিং একাডেমিতে বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুটি প্রতিষ্ঠানকে ফিক্স সার্টিফিকেশন প্রদান করেন৷
উল্লেখ্য, বিশ্বের অন্যান্য স্টক এক্সচেঞ্জের সাথে সঙ্গতি রেখে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এপিআই (অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস) ভিওিক BHOMS চালুর উদ্যোগ গ্রহণ করে৷ সেজন্য ৩৫টি ব্রোকারেজ হাউজ নাসডাক ম্যাচিং ইঞ্জিনে এপিআই সংযোগ নিয়ে নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে লেনদেন করার জন্য ডিএসইতে আবেদন করে৷ এরই প্রেক্ষিতে গত ২৩ ফেব্রুয়ারি ডিএসইর নিকুঞ্জ ভবনে ডিএসই, শাকিল রিজভী স্টক লিমিটেডের সঙ্গে চায়না কিংডম (China Kingdom) এবং ইউনাইটেড ফিনান্সিয়াল ট্রেডিং কোম্পানি লিমিটেডের সঙ্গে কুয়ান্ট ফিনটেক লিমিটেডের (Quant Fintech Limited) মধ্যে এপিআই ইউএটি চালুর একটি ত্রি-পাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমান, ঢাকা স্টক এক্সচেঞ্জের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার, প্রধান প্রযুক্তি কর্মকর্তা মোঃ জিয়াউল করিম, শাকিল রিজভী স্টক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাকিল রিজভী এবং ইউনাইটেড ফিনান্সিয়াল ট্রেডিং কোঃ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল আওয়াল প্রমুখ৷
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.