ইরানে সেনাবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ৩

ইরানের তেব্রিজ শহরে সেনাবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই পাইলটসহ এক বেসামরিক নাগরিক রয়েছেন।

সোমবার (২১ ফেব্রুয়ারি) এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছে ইরানের সেনাবাহিনী। খবর: আল জাজিরা

সেনা কর্মকর্তা রেজা ইউসেফি বলেন, এফ–ফাইভ মডেলের বিমানটি একটি প্রশিক্ষণ বিমান ছিল। ধারণা করা হচ্ছে কারিগরি ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে।

সেনাবাহিনীর মুখপাত্র বলেন, নিহত পাইলটরা হচ্ছেন সাদেগহ ফালাহি এবং আলীরেজা হানিফেহজাদ। বিমানটি সকাল ৮টার দিকে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সময় সেটি একটি স্কুলের পাশে আঘাত করে। করোনা বিধিনিষেধের কারণে সেখানে লোকজন ছিলেন না। তবে এ ঘটনায় একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে একজন বেসামরিক নাগররিক মারা গেছেন। তিনি গাড়িতেই ছিলেন।

পাইলটদের প্রশংসা করে তিনি বলেন, পাইলটরা সত্যিই দক্ষ ছিলেন। যে কারণে বিমানটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়নি।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.