রামেকে করোনায় মৃত্যু আরও ৪

রাজশাহীতে করোনা সংক্রমণ কমলেও মৃত্যু কমছে না। রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গেল ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৯টার মধ্যে তাদের মৃত্যু হয়।

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃত চারজন হাসপাতালের ২৯ ও ৩০নং ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। তাদের মধ্যে দু’জন রাজশাহীর, একজন নাটোর ও একজন জয়পুরহাট জেলার বাসিন্দা। এরমধ্যে এক জনের বয়স ৪০ বছর, এক জনের বয়স ৬০ বছরের মধ্যে এবং দু’জনের বয়স ষাটোর্ধ।

এদিকে, রামেক হাসপাতালের করোনা ইউনিটের ১৪৬ শয্যার বিপরীতে বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা পর্যন্ত ভর্তি ছিলেন ৩৯ জন রোগী। এরমধ্যে করোনা আক্রান্ত রোগী রয়েছেন ২৪ জন। করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৮ জন। করোনা ধরা পড়েনি এমন রোগী আছেন ৭ জন।

এ ছাড়া মঙ্গলবার রাজশাহী মেডিক্যাল কলেজের আরটি-পিসিআর ল্যাবে ৪৫৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৭৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার অনুপাতে বর্তমানে রাজশাহী জেলায় করোনা শনাক্তের হার ৮ দশমিক ১৩ শতাংশে নেমে এসেছে।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.