মুম্বাইয়ের নজরে ছিলেন সিঙ্গাপুরের ডেভিড

সিঙ্গাপুরের টিম ডেভিডের প্রতি লম্বা সময় ধরেই নজর রেখেছিল আইপিএল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্স। ২৫ বছর বয়সী এই অলরাউন্ডারকে দলে পেয়ে তাই অনুমিতভাবেই দারুণ খুশি মুম্বাই ফ্র্যাঞ্চাইজি।

বিগ ব্যাশ মাতানো ডেভিডকে দলে পেতে মেগা নিলামে দারুণ লড়াই চালাতে হয়েছে মুম্বাইকে। শেষপর্যন্ত ৮ কোটি ২৫ লাখ রুপিতে তাকে দলে ভিড়িয়েছে পাঁচ বারের আইপিএল শিরোপাজয়ী দলটি।

নিলাম শেষে ডেভিডের ব্যাপারে মুম্বাই ফ্র্যাঞ্চাইজির আকাশ আম্বানি বলেন, ‘আমরা সবসময় আমাদের প্রত্যাশিত পাওয়ার হিটারদের প্রতি বিনিয়োগ করতে চাই। টিম ডেভিড এমন একজন ক্রিকেটার যাকে আমরা লম্বা সময় ধরে অনুসরণ করছি। ভাগ্যবশত সে গত মৌসুমে আরসিবির হয়ে খেলেছে। তাই তার আইপিএল খেলার অভিজ্ঞতা আছে। যদিও সে খুব বেশি খেলেনি। তারপরও আমরা তাকে পেয়ে খুশি। আমরা আশা করব সে এবং পোলার্ড আমাদের হয়ে দারুণ ফিনিশিং দেবে।’

ক্যারিয়ারে এখন পর্যন্ত ৮৫টি ম্যাচ খেলেছেন অস্ট্রেলিয়ায় বেড়ে ওঠা ডেভিড। প্রায় ৩৫ গড়ে ১৫৯.৩৯ স্ট্রাইক রেটে করেছেন এক হাজার ৯০৮ রান। টি-টোয়েন্টি তার হাফ সেঞ্চুরি আছে নয়টি।

মুম্বাই ইন্ডিয়ান্স: রোহিত শর্মা, জাসপ্রিত বুমরাহ, সূর্যকুমার যাদব, কাইরন পোলার্ড

নিলাম থেকে- ইশান কিশান, ডেয়াল্ড ব্রেভিস, বাসিল থাম্পি, জয়দেব উনাদকাট, মায়াঙ্ক মারকান্ডে, সঞ্জয় যাদব, জফরা আর্চার, ড্যানিয়েল সামস, টায়মাল মিলস, টিম ডেভিড, রাইলি মেরেডিথ, আর্শাদ খান, আনমোলপ্রিত সিং, রমদীপ সিং, রাহুল বুদ্ধি, ঋত্তিক শওকিন, অর্জুন টেনডুলকার, অরুন জুয়াল, ফ্যাবিয়ান অ্যালেন।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.