লঞ্চে আগুন: দেড় মাস পর আরও একজনের মৃত্যু

ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান-১০ লঞ্চের আগুনে পোড়া বঙ্কিম মজুমদার (৬০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। তিনি পেশায় একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ছিলেন।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরের দিকে তার মৃত্যু হয়। বঙ্কিম মজুমদারের গ্রামের বাড়ি বরগুনা সদর উপজেলার ফুলঝুড়ি এলাকায়।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এম এম আইউব হোসেন জানান, লঞ্চের আগুনে দগ্ধ বঙ্কিম মজুমদার (৬০) আইসিইউ’র ১০ নম্বর বেডে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে তিনি মারা যান। তার শরীরে ১২ শতাংশ দগ্ধ ছিল। বঙ্কিম মজুমদার চিকিৎসা নিয়ে বাসায় ফিরে গিয়েছিলেন। পোড়া ছাড়াও তার আরও কিছু শারীরিক জটিলতা ছিল। কিডনির সমস্যার কারণে তিনবার ডায়ালাইসিস করা হয়েছিল

তার ভাই উৎপল জানান, আমার ভাবিও একই লঞ্চের আগুনে পুড়েছিলেন। তিনি মারা গেছেন গত ১৮ জানুয়ারি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

২০২১ সালের ২৩ ডিসেম্বর রাতে ঢাকা থেকে বরগুনা যাওয়ার পথে অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে সেদিন অন্তত ৪৭ জনের মৃত্যু হয়। নিখোঁজ হন আরও অনেকে।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.