বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মাঝ পথেই ফিরে যাচ্ছেন আন্দ্রে রাসেল। মিনিস্টার ঢাকার হয়ে বিপিএল খেলা এই ক্যারিবিয়ান অলরাউন্ডার শনিবার (৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ছাড়ছেন। শুক্রবার রাতে এক ভিডিও বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন তিনি নিজেই।
ব্যাক্তিগত কারণেই টুর্নামেন্টের মাঝপথে চলে যাচ্ছেন রাসেল। তবে দূর থেকেও তিনি ঢাকার খেলায় নজর রাখবেন। যাওয়ার আগে সতীর্থ এবং দলের প্রতি শুভকামনা জানিয়ে এই পেস বোলিং অলরাউন্ডার বলেন, ‘আমি আশা করছি, সবাই অনেক ভালো করবে এবং আমাদের দল চ্যাম্পিয়ন হওয়ার মতো আপনারা সবাই ঢাকাকে সমর্থন করে যাবেন। আমি দূর থেকেই ম্যাচগুলোতে চোখ রাখবো। আমার ফিটনেস সমস্যা নিয়ে ডালাসে কাজ করবো। কিন্তু যতদিন ছিলাম খুবই উপভোগ করেছি।’
এদিকে শুক্রবার (৪ জানুয়ারি) বৃষ্টির কারণে খেলা মাঠে না গড়ানোয় পয়েন্ট ভাগ করে দেয়া হয়েছে মিনিস্টার ঢাকা এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে। এই ম্যাচ প্রসঙ্গে রাসেল বলেন, ‘আজ রাতের ম্যাচটা বৃষ্টিতে ভেসে গেছে। আমি দর্শকদের ভালো ম্যাচ উপহার দিয়ে বিনোদন দিতে চেয়েছিলাম, যেটা আমি সবসময় করে থাকি কিন্তু দুর্ভাগ্যবশত সেটা হয়নি।’
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.