রাজশাহীতে কমেছে মৃত্যু ও শনাক্ত

করোনায় গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে জেলায় শনাক্তের হার কমে শতকরা ২০ দশমিক ৬৯ শতাংশে দাঁড়িয়েছে। মারা যাওয়ার ২ জনই পুরুষ। তাদের সংক্রমণের উপসর্গ ছিল। তাদের একজন রাজশাহী ও একজন চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা।

শনিবার (৫ ফেব্রুয়ারি) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবরেটরিতে কোনো নমুনা পরীক্ষা করা হয়নি। রামেক ল্যাবরেটরিতে মোট ১৮৩টি নমুনা পরীক্ষা করে ৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। রাজশাহীর নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৭টি, শনাক্ত হয়েছে ১৮ জন। জয়পুরহাটের ৮৬টি নমুনা পরীক্ষা করে ২৩৫ জন এবং নাটোরের ৫টি নমুনা পরীক্ষা করে ২ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় জয়পুরহাটে শনাক্তের হার ২৬ দশমিক ৭৪ শতাংশ এবং নাটোরে ৪০ শতাংশ।

হাসপাতাল সূত্র জানা গেছে, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ১০ জন ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২ জন। বর্তমানে ১৪৬টি শয্যার বিপরীতে ৬৮ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.