মাঠে ধুমপান করায় শাহজাদকে সতর্ক করলো বিসিবি

মাঠে ধুমপান করা বরাবরই ক্রিকেট কিংবা অন্যান্য খেলার পরিপন্থী। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ম্যাচের দিন মাঠের মাঝে ধুমপান করেন মোহাম্মদ শাহজাদ। এমন ঘটনার কারণে মিনিস্টার ঢাকার আফগান এই ক্রিকেটারকে সতর্ক করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরি। বিসিবির এই কর্মকর্তা জানিয়েছেন, ‘মোহাম্মদ শাহজাদের মতো একজন ক্রিকেটারের কাছে এমন কিছু আমরা প্রত্যাশা করিনি। ক্রিকেট মাঠে এমন ঘটনা নেতিবাচক প্রভাব ফেলে। তাকে সতর্ক করা হয়েছে যাতে ভবিষ্যতে এ সব না ঘটে।’

ঘটনাটি ঘটে শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে। বেরসিক বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে দিনের প্রথম ম্যাচ। তবে সন্ধ্যার দিকে বৃষ্টি থামলে মাঠ প্রস্তুত করতে ব্যস্ত ছিলেন মাঠকর্মীরা। এমন সময় দুই আফগান সতীর্থ করিম জানাত এবং ফজল হক ফারুকীর সঙ্গে আড্ডার ফাঁকে ধুমপান করতে থাকেন শাহজাদ। এমন সময় ঢাকার ম্যানেজার তাকে বাধা দিলেও কথা কানে নেননি ডানহাতি এই ব্যাটার। এরপর তামিম ইকবাল এবং ঢাকার কোচ মিজানুর রহমান বাবুল মিলে শাহজাদকে বোঝাতে সক্ষম হন। যদিও তাতে খুব একটা সন্তুষ্ট ছিলেন না শাহজাদ।

বৃষ্টির কারণে মাঠে গড়ায়নি কুমিল্লা ও ঢাকার ম্যাচ। রাত ৯ টা ২৬ মিনিটে খেলা শুরু হওয়ার সর্বশেষ সময় দেয়া হলেও রাত ৮ টা ৪০ মিনিটে খেলা পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালসরা। তাতে পয়েন্ট করে ভাগাভাগি করে দেয়া হয় দুই দলের মাঝে। বিপিএলের এবারের আসরের শুরুটা ভালো করতে পারেনি ঢাকা। তবে টানা তিন হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়ায় মাহমুদউল্লাহর দল। ৭ ম্যাচ খেলা ঢাকা জয় পেয়েছে তিনটি ম্যাচে। ৭ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান টেবিলের তিনে। এদিকে ৬ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে কুমিল্লা।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.