আইপিএল নিলামে বাংলাদেশের ৫ ক্রিকেটার

আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম। মেগা নিলামের এই তালিকায় মোট ১২১৪ জন নিবন্ধন করেছেন। যেখানে বাংলাদেশ থেকে রয়েছেন পাঁচজন ক্রিকেটার। প্রথমে ৯ ক্রিকেটারকে নিলামে রাখার সিদ্ধান্ত নিলেও শেষপর্যন্ত ৫ বাংলাদেশি ক্রিকেটারকে নিলামে তুলতে যাচ্ছে সংশ্লিষ্টরা।

বাংলাদেশিদের মাঝে সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান রয়েছেন সর্বোচ্চ ভিত্তিমূল্যের (২ কোটি রুপি) ক্যাটাগরিতে। এই দুজন ছাড়াও আছেন উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস (ভিত্তিমূল্য ৫০ লাখ রুপি), পেসার তাসকিন আহমেদ (ভিত্তিমূল্য ৫০ লাখ রুপি) ও শরিফুল ইসলাম (ভিত্তিমূল্য ৫০ লাখ রুপি)।

এবারের আইপিএল নিলামে ৩১৮ জন বিদেশি ও ৮৯৬ জন দেশি ক্রিকেটার নিবন্ধন করেছিলেন। সেখান থেকে ফ্র্যাঞ্চাইজিগুলোর পছন্দ অনুসারে ২২০ বিদেশি ক্রিকেটারকে নিলামে ওঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এদিকে আইপিএলের এবারের আসরের মেগা নিলামে নেই ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল, ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস, জো রুট এবং জোফরা আর্চার। এই তালিকায় নেই অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক।

সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে যারা আছেন- ডেভিড ওয়ার্নার, অ্যাস্টন অ্যাগার, নাথান কোল্টার নাইল, প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, ম্যাথু ওয়েড, অ্যাডাম জাম্পা, মুজিব উর রহমান, স্যাম বিলিংস, সাকিব মাহমুদ, ক্রিস জর্ডান, ক্রেইগ ওভারটন, জেসন রয়, জেমস ভিন্স, ডেভিড উইলি, মার্ক উড, আদিল রশিদ, ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন, কুইন্টন ডি কক, মার্চেন্ট ডি লাঙ্গে, ফাফ ডু প্লেসি, কাগিসো রাবাদা, ইমরান তাহির, ফ্যাবিয়ান অ্যালেন, ডোয়াইন ব্রাভো, এভিন লুইস, ওডেন স্মিথ, রবিচন্দ্রন অশ্বিন, দীপক চাহার, শিখর ধাওয়ান, যুবেন্দ্র চাহাল, শ্রেয়াস আইয়ার, দীনেশ কার্তিক, ইশান কিশান, ভুবনেশ্বর কুমার, দেবদূত পাডিকাল, ক্রুনাল পান্ডিয়া, হার্শাল প্যাটেল, সুরেশ রায়না, আম্বাতি রাইডু, মোহাম্মদ শামি, শার্দুল ঠাকুর, রবিন উথাপ্পা, উমেশ যাদব, মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান।

১.৫ কোটি ভিত্তিমূল্যের তালিকায় যারা আছেন- ইয়ন মরগান, অ্যালেক্স হেলস, জনি বেয়ারস্টো, ক্রিস লিন, ডেভিড মালান, জিমি নিশাম, অ্যারন ফিঞ্চ, নাথান লায়ন, কেন রিচার্ডসন, অ্যাডাম মিলনে, কলিন মুনরো, গ্লেন ফিলিপস, টিম সাউদি, কলিন ইনগ্রাম, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, নিকোলাস পুরান, অমিত মিশ্র, ইশান্ত শর্মা ও ওয়াশিংটন সুন্দর।

১ কোটি ভিত্তিমূল্যের তালিকায় যারা আছেন- জেমস ফকনার, ময়সেস হেনরিকস, মার্নাস লাবুশেন, মোহাম্মদ নবী, রাইলি মেরেডিথ, তাবরাইজ শামসি, জশ ফিলিপ, ডি আর্কি শর্ট, অ্যান্ড্রু টাই, ড্যান লরেন্স, লিয়াম লিভিংস্টোন, টাইমাল মিলস, ওলি পোপ, ডেভন কনওয়ে, কলিন ডি গ্রান্ডহোম, মিচেল স্যান্টনার, এইডেন মারক্রাম, রাইলি রুশো, ওয়ানিন্দু হাসারাঙ্গা, রাসি ভ্যান ডার ডাসেন, রস্টন চেজ, শেরফান রাদারফোর্ড, পিযূষ চাওলা, কেদার যাদব, প্রসিধ কৃষ্ণ, থাঙ্গারাসাু নাটারাজন, মনিষ পান্ডে, অজিঙ্কা রাহানে, নীতিশ রানা, ঋদ্ধিমান সাহা, কুলদীপ যাদব ও জয়ন্ত যাদব।

অর্থসূচক/এএইচআর

 

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.