অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা ধরে রাখার স্বপ্ন শেষ হয়ে গেছে ভারতের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে হেরে। এবার পঞ্চম স্থান নির্ধারণী প্লে অফ সেমি-ফাইনালে পাকিস্তানের বিপক্ষে ৬ উইকেটের ব্যবধানে হেরেছে রাকিবুল হাসানের দল।
বাংলাদেশের দেয়া ১৭৬ রানের লক্ষ্য ২১ বল হাতে রেখেই পেরিয়ে গেছে পাকিস্তানের যুবারা। এই ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ।
একপ্রান্ত আগলে রেখে মিডল অর্ডার ব্যাটার আরিফুল ইসলাম খেলেছেন ১১৯ বলে ১০০ রানের ইনিংস। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান এসেছে ওপেনার ইফতেখার হোসেনের ব্যাট থেকে। এরপর মোহাম্মদ মেহরবের ১৪ ছাড়া আর কেউই দুই অঙ্কে পৌঁছাতে পারেনি। ৪৯.২ ওভারে বাংলাদেশ ১৭৫ রান তুলে অল আউট হয়। হাতের নাগালে লক্ষ্য পেয়ে পাকিস্তানকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার মুহাম্মদ শেহজাদ ও হাসিবউল্লাহ। এই দুজনে যোগ করেন ৭৬ রান। শেহজাদকে (৩৬) ফিরিয়ে পাকিস্তানের ওপেনিং জুটি ভাঙেন নাইমুর।
এরপর ইরফান খানের সঙ্গে ৬৪ রানের আরেকটি দারুণ জুটি গড়ে পাকিস্তানের রানের চাকা সচল রাখেন হাসিবউল্লাহ। ৬৪ বলে হাফ সেঞ্চুরি তুলে নিয়ে সেঞ্চুরির দিকে এগোতে থাকা হাসিবউল্লাহকে ৭৯ রানে সাজঘরে ফেরান রাকিবুল। ইরফান কাটা পড়েন ২৪ রান করে। এরপর কাইস আকরাম দ্রুত ফিরেছেন রাকিবের শিকার হয়ে। বাকি সময়টা দেখেশুনে খেলে পাকিস্তানকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছেন আব্বাস আলী ও আব্দুল ফাসিহ (২২*)।
পাকিস্তানের বিপক্ষে হেরে বিশ্বকাপ যাত্রা শেষ হয়ে যায়নি বাংলাদেশের। আগামী বৃহস্পতিবার সপ্তম স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.